মালদহ নিউজ ডেস্ক: আমফান ঘূর্ণিঝড়ে মালদহে বাড়িঘরের ক্ষয়ক্ষতি না হলেও কৃষি তে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে মঙ্গলবার বিকেলে মালদহে পর্যবেক্ষণে আসেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কৃষি জমি পরিদর্শন করেন। সেখানে নিজেই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমাণের আন্দাজ করেন বনমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন। মালদহে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী কে অবগত করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

এদিন বনমন্ত্রীর সাথে পরিদর্শনে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সংসদ মৌসম বেনজির নূর , মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় মন্ডল, মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন প্রমুখ। বনমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মালদহের ক্ষয়ক্ষতি বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন। — প্রেস এজেন্সি ।