মালদহ নিউজ ডেস্ক: মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জে বাড়িতে এক পৌঢ়ের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। মৃতের তিন স্ত্রী রয়েছে। তৃতীয় পক্ষের স্ত্রীর সাথে ছিল ওই পৌঢ় । তার ঘর থেকেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ সোনুয়া ( ৫৮)। পুলিশের অনুমান পারিবারিক কলহের জেরে খুন হয়ে থাকতে পারেন। ঘটনায় আঙ্গুল তোলা হয়েছে তৃতীয় পক্ষের স্ত্রীর দিকে। কারণ তার শোয়ার ঘর থেকেই ওই পৌঢ়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথম পক্ষের স্ত্রীর ছেলেদের অভিযোগ, তাকে পরিকল্পনামাফিক সম্পত্তি হাতাতে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যাক্তির গাড়ির কারবার রয়েছে। এছাড়াও জমি জায়গা থাকায় তিনি স্ত্রীর সাথে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মাঝেমধ্যে কলহ লাগত । তিন স্ত্রীর সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন ওই ব্যাক্তি বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এ নিয়ে সম্প্রতি তিনজনই আলাদা জায়গায় থাকত। এনিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ ছিল বলে অনুমান। সোমবার রাতে শোয়ার বিছানা তাই গলা কেটে দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। তবে ঘটনাই প্রাথমিকভাবে পরিবারের লোকেদের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে ও ই পৌঢ়ের মৃত্যু ঘটনায় রহস্য কি রয়েছে এখনও খোলাসা হয়নি। প্রেস এজেন্সি।