মালদহ নিউজ ডেস্ক: চাচোল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে রোগী নিয়ে বহরমপুর দিকে যাচ্ছিল একটি এম্বুলেন্স। পথে যানজটে আটকে যায়। ঘটনাক্রমে একটি লরি পিছন থেকে ধাক্কা মারে এম্বুলেন্সএ । এনিয়ে লরি এবং এম্বুলেন্স চালকদের মধ্যে বিতর্ক শুরু হয়। তবে বচসা প্রাণের মাশুল দিয়ে চোকাতে হবে। সেটা হয়ত ভাবতে পারেনি কেউ । শুক্রবার সকালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পুরাতন মালদহের আটমাইল ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরির চালক ধাক্কা মারায় এম্বুলেন্সেরের চালক লরির চাবি কেড়ে নিয়ে পালাচ্ছিল।

লরির চালক চাবির জন্য এম্বুলেন্সের চালকের গেট ধরে ঝুলতে থাকে। ২০০ মিটার পর্যন্ত এগিয়ে যায়। সে সময় চলন্ত এম্বুলেন্স লরি চালক কে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে ওই লরির চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে মালদহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এনিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এম্বুলেন্স চালকের দাদাগিরি এর জন্যই ওই লরি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মালদহ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খতিয়ে দেখা হচ্ছে। —- প্রেস এজেন্সি ।