মালদহ নিউজ ডেস্ক: কাঁচা মিঠা আম দেখে লোভ সামলাতে পারেনি দ্বাদশ শ্রেণীর ছাত্র । সেটাই কাল হয়ে দাঁড়াল তার জীবনে। আম পাড়ার খেসারতে জুতার মালা পরিয়ে ওই ছাত্রকে এলাকায় ঘোরানোয় বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছে ওই পড়ুয়া। এমনই অভিযোগে তোলপাড় এলাকা । রতুয়া ১ ব্লকের মাকাইয়া কলোনি এলাকায় মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহে নেমে এসেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই দশম শ্রেণীর ছাত্রের নাম শাহীন আক্তার । এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই ছাত্র আম বাগানে গিয়ে একটি আম পাড়ে ।
বিষয়টি বাগান মালিকের নজরে আসে। সে সময় আমবাগান মালিকপক্ষ ছাত্রকে মারধর করে । তাকে ছাড়াবার জন্য গেলে তার মা-বাবাকে ও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। তাকে হুমকি দেওয়া হয় আগামী দিনে মাথা ন্যাড়া করে মাথায় কালি লাগিয়ে ঘোরানো হবে। এ ধরনের অপমান সহ্য না করতে পেরে আত্মঘাতী হয় ওই ছাত্র বলে পরিবারের অভিযোগ। ঘটনায় রতুয়া থানায় একটি প্ররোচনা দেওয়ার মামলা রুজু হয়েছে। রতুয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।