মালদহ নিউজ ডেস্ক: পুরাতন মালদহের মুচিয়ায় দম্পতির মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরবাইক সহ দুটি পিস্তল উদ্ধার করেছে। দুষ্কৃতীরা ছিনতাইয়ের সময় সেই অস্ত্র ব্যবহার করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ৪ দুষ্কৃতিকে বেস কিছুদিন আগে গ্রফতার করেছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পিস্তল উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, একটি সেভেন পিস্তল ও একটি পাইপ গান বাজেয়াপ্ত হয়েছে। ছিন্তাই হয়ে যাওয়া মোটর বাইক ও মোবাইল ও উদ্ধার করে পুলিশ। এদিন প্রত্যেককেই জেলা আদালতে তোলা হলে ধৃতদের জেল হেফাজত হয়।

এবিষয়ে মালদহ থানার আইসি শান্তি নাথ পাজা বলেন, মুচিয়ায় ছিন্তাইয়ের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আমরা অস্ত্র সহ মোটরবাইক উদ্ধার করেছি। প্রসঙ্গত, গত রবিবার রাতে আইহোর বাসিন্দা জয়দেব ঘোষ ও তার স্ত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুষ্কৃতীরা লুট করে বলে অভিযোগ। এনিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছিল। যদিও তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়ায় জেলা আদালতে তুলে রিমান্ডে নেয় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত অস্ত্র সহ মোটরবাইক উদ্ধার করেছে। — প্রেস এজেন্সি।