মালদহ নিউজ ডেস্ক : বৃহস্পতিবার সকালে একটি সদ্যজাত শিশুর দেহকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের রজনীকান্ত পাড়ায়। ঘটনায় এলাকাবাসীরা সদ্যোজাত দেহ দেখতে ভিড় জমান। জানা যায়, কেউ রাতের অন্ধকারে ওই সদ্যজাত শিশুটিকে ফাঁকা মাঠে ফেলে চলে গিয়েছে । ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ এসে সদ্যজাত শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকাবাসীরা জানায়, তার মা হয়তো নিষ্ঠুরভাবে এই কাজটি করতে পারে।
তারা আরও জানান যে, দাল্লা চন্দ্রমোহন বিদ্যামনদিরের পাশে একটি ফাঁকা মাঠে ওই শিশুটিকে বাইরে থেকে এনেও কেউ ফেলে যেতে পারে। একদিনের ওই শিশুটির মুখে রক্ত লেগে রয়েছে বলে বাসিন্দারা জানান । এ বিষয়ে হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি জানান, একটি সদ্যজাত শিশুর দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তথ্য – সুমিত্রা গৌড় । —- প্রেস এজেন্সি ।