
প্রেস এজেন্সি ডেস্ক : শিশু পাচার ও সাইবার ক্রাইম রুখতে শিশুদের কীভাবে সচেতন করা যায় এ নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়ে গেল। শিশু সুরক্ষা আধিকারিক ও সাইবার ক্রাইম আধিকারিকরা এই বৈঠকে হাজির থেকে শিশুদের সে বিষয়ে কৌশল শেখান। পাশাপাশি এ নিয়ে তারা সচেতনতামূলক বার্তা দেন। জেলার বেশির ভাগ শিশু পরিবার ভার্চুয়াল বৈঠকে জুড়ে যান। এবিষয়ে শিশু সুরক্ষা আধিকারিক শুভেন্দু শেখর জানা বলেন, প্রতিটি শিশু তার বাড়িতে বসে এই ভার্চুয়াল সভা করতে পারবে। যদিও অনেক পরিবারের অ্যান্ড্রয়েড ফোন নেই তা সত্ত্বেও যতজনকে সম্ভব এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত করানোর চেষ্টা চালানো হয়। এই সভায় শিশু সুরক্ষা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। শিশু পাচার নিয়ে একাধিক সচেতনতামূলক ডকুমেন্টারি ছবি দেখানো হয়। সেই সঙ্গে পাচার কি ? কারা পাচার করে, পাচারের কারন, কিভাবে পাচার আটকানো যায়। শিশুরা সুরক্ষিত থাকার জন্য কোথায় কাকে জানাবে এনিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনায় শিশু ও পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন মালদহ জেলার ডিআই উদয়ন ভৌমিক। জেলা শিশু সুরক্ষা আধিকারিক অমরিশ বর্মন এবং রাজ্য চাইল্ড রাইট এবং ট্রাফিকিং ডাইরেকটোরেট তরফ থেকে মধুমিতা হালদার। এছাড়া ও ছিলেন সাইবার ক্রাইম ইন্সপেক্টর ইমতিয়াজ খান প্রমূখ । শিশুদের সাইবার ক্রাইম কি কেন কি করে তা রুখা যায় সে বিষয়ে শিশুদের সঙ্গে আলোচনা ও হয়।