প্রেস এজেন্সি ডেস্ক: মেয়ের বিয়ের জন্য গহনা জমিয়েছিলেন বাবা, মেয়ে ক্রমশ বড় হয়ে উঠছেন। স্বপ্ন ছিল জমানো গহনা দিয়ে মেয়েকে বিদায় জানাবেন। তার আগেই চোরের হানায় সব খোয়লেন ওই গৃহস্থ।

শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের আইহো বারুইপাড়ায়। এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ টাকা সহ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বাড়ির মালিক রমেশ পাল পুলিশকে চুরির বিষয়টি জানান। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন, রমেশ পালের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ হলে তদন্ত করে দেখা হবে।