
প্রেস এজেন্সি ডেস্ক: দুটি পৃথক সড়ক দুর্ঘটনার বলি ২ জন । আহত তিন জন। রাতে প্রথমে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের চরকাদিরপুরে। মালদহ- নালাগোলা রাজ্য সড়কে একটি মারুতির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এলাকার এক সাইকেল আরহী। ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মৃত্যু হয় । পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ভুট্টো মণ্ডল (৩০)। তার বাড়ি সাহাপুরের চর কাদিরপুরে। সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ওই মারুতি একশো মিটার এগিয়ে পাল্টি খেয়ে যায়। ঘটনায় মারুতি থাকা একজনের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পৃথক ওপর একটি ঘটনা ঘটে মালদহের গাজোল কদুবাড়ি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর। রাত ৩ টা নাগাদ একটি বাস পুলিশের ভ্যানকে ধাক্কা মারে। সেখানে এক পুলিশ অফিসার সহ সিভিক ভলেন্টিয়ার আহত হন। তারা গাজোল থানায় কর্মরাত । সিভিক ভলেন্টিয়ারকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি দুর্ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।

