মালদহ নিউজ ডেস্ক: পঞ্চায়েতের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদহের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ও কর্মীরা কাজ না করেই বিল পাস করিয়ে দিয়ে টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ এনে এদিন পঞ্চায়েত অফিস ঘেরাও করে ভাঙচুর চালিয়ে দেন তৃণমূলের নেতাকর্মীরা।বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খলা হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে দেওয়ার চেষ্টা করে। তারা বিক্ষোভ শেষে ধরনা প্রদর্শন করেন। আন্দোলনকারী তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, তৃণমূলের প্রধান পঞ্চায়েতে ব্যাপক অনিয়ম করেছে কাজ না করে কোটি টাকার বেশি আত্মসাৎ করে বসে রয়েছেন যে কারণে আন্দোলন করা হয়েছে পঞ্চায়েত তরফে এমনই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের প্রধান এর অনুগামীরা জানান পঞ্চায়েতের ভাবমূর্তি কালিমালিপ্ত করার উদ্দেশ্যেই দলের কিছু লোক ষড়যন্ত্র করছে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এ নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি। পুরাতন মালদহ বিজেপির নেতা নিতাই মন্ডল বলেন, তৃণমূলের অবস্থা শোচনীয় হয়ে আছে। না হলে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল রুখে দাঁঁড়ায় না। ছাই দিয়ে কোনদিন আগুন চাপা দেওয়া যায় না। তার ই এদিন বহিঃপ্রকাশ ঘটেছে। – প্রেস এজেন্সি ।
