

প্রেস এজেন্সি ডেস্ক: ঘন কুয়াশার কারণে গত বারো ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পুরাতন মালদহের মিশন রোডে একটি লরির সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলে একজন মারা যান। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজট বাঁধে। ভোরের দিকে মালদহ শহরের দিকে গাজোলে যাচ্ছিল একটি লরি উল্টোদিক থেকে একটি মারুতি ভ্যানে চারজন আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাধলেই ঘটনাস্থলে একজন মারা যান। বাকিদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে সোমবার রাতে গাজোলের আলাল গ্রাম পঞ্চায়েতের মরিয়া কুণ্ডু ব্রিজের কাছে অটো লরির সংঘর্ষে একজন মারা যান। সে ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে পুলিশ সূত্রে খবর। তবে মৃত্যুর রেশ থেমে থাকেনি। কুয়াশার কারণে গাজোলের শ্যামনগরে আরেকটি লরি দুর্ঘটনা ঘটে। সেখানে এক যুবক প্রাণ হারান।
