
প্রেস এজেন্সি ডেস্ক: শুক্রবার দুপুরে পুরাতন মালদহ ব্লকের সাহাপুর রায়পুরে বেসরকারি বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম ইমাম শেখ (৩)। রাস্তা পার হওয়ার সময় একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনায় বাসিন্দারা ক্ষোভে ফেটে পথ অবরোধ শুরু করেন। এদিন দুপুর থেকে অবরোধে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরে মালদহ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিলেও বাস চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। এলাকাবাসীদের অভিযোগ বেপরোয়া ভাবে বাস চলাচল করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মালদহ শহর থেকে হবিবপুরের দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় দুর্ঘটনা ঘটে।
