
প্রেস এজেন্সি ডেস্ক: মঙ্গলবার মালদহের মোথাবাড়ির শ্রীপুর মদনপুরে চাষের জমিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতের নাম উদয় মণ্ডল। তিনি এদিন ধানের জমিতে চাষাবাদ করছিলেন। সেসময়ই ছবিলাল মণ্ডল নামে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে বলে অভিযোগ। ঘটনায় উদয়ী বাবু আহত হন। তার বাঁ পায়ে দুটি গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। আক্রান্তের পরিবারের অভিযোগ, বিজেপি করায় বলে তৃণমূলের লোকেরা পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা করেছে। বিজেপি নেতারা বলেন, ভোটের আগে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি অহেতুক রাজনৈতিক রং দিতে চাইছে। বিষয়টি জমি বিবাদ হতে পারে।গোটা ঘটনায় এলাকায় উত্তপ্ত হয়ে আছে। ঘটনার পরেই তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
