
প্রেস এজেন্সি ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যা রাতে মালদহ – লালগোলা রাজ্যসড়ক মুচিয়া ডুমুরতলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনায় কমপক্ষে চারজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একটি বেপরোয়া অ্যাম্বুলেন্স হবিবপুরের দিক থেকে মালদহ শহরের দিকে যাচ্ছিল। প্রথমে ডুমুরতলায় এক যুবককে ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। ঘটনায় ওই অ্যাম্বুলেন্সটি ব্যালেন্স হারিয়ে কিছুটা দূরে আরও দুটি দুর্ঘটনা ঘটায়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হল রূপম সাহা ও সাইদুল শেখ । তারা স্থানীয় বাসিন্দা। ঘটনার পরেই অ্যাম্বুলেন্স ফেলে চালক পালিয়ে যায়। এরই প্রতিবাদে বাসিন্দারা অবরোধ করেন। ঘণ্টাখানেক অবরোধ চলার পর মালদহ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।