প্রেস এজেন্সি ডেস্ক: সোমবার রাতে মালদহের মানিকচক আন্তরাজ্য ঘাটে লঞ্চ ডুবে আটটি ট্রাক তলিয়ে গেল। ঘটনায় কমপক্ষে দশ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে খবর। লঞ্চ বোঝাই ট্রাকটি ঝাড়খন্ডের দিক থেকে মালদহের মানিকচক ঘাটে আসে। ঘাটের মুখে আসতেই লঞ্চটি ডুবে যায়। লঞ্চে থাকা বেশকিছু যাত্রী সাঁতার কেটে নদীর তীরে ওঠেন। যদিও বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অনুমান। তাঁরা ট্রাকের ভিতরেই ছিলেন বলে অনেকের দাবি। যদিও প্রশাসনের তরফে এ নিয়ে কোনো খোলাসা করেনি। ঠিক কতজন নিখোঁজ হয়েছেন সে বিষয়ে স্পষ্ট নয়। যদিও যুদ্ধকালীন তৎপরতায় মানিকচক থানার পুলিশ জেলা প্রশাসনের কর্তারা উদ্ধারকাজ শুরু করেছেন। ঘটনার খবর পেয়েই জেলা প্রশাসনের পদস্থ কর্তারা মানিকচক ঘাটে যান। তাঁরা তৎপরতার সাথে সাথেই উদ্ধারকাজ তদারকি করছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিন সন্ধ্যার পরেই এ দুর্ঘটনা ঘটে। প্রসঙ্গত, মালদহের মানিকচক ঘাটে আন্তরাজ্য জলপথে যোগাযোগ হয়। পাশ্ববর্তী ঝাড়খন্ডের রাজমহল দিয়ে প্রচুর লঞ্চ চলাচল করে। যে ট্রাকগুলি তলিয়ে গিয়েছে সেগুলিতে পাথর বোঝাই ছিল। বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণে পাথর জলপথে মানিকচক ঘাট দিয়ে মালদহে আসে। তার সাথে কিছু যাত্রীদেরও লঞ্চে পারাপারের জন্য ওঠানো হয়ে থাকে। জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ঘাটে উদ্ধারকাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জনের বেশি নিখোঁজ রয়েছেন।

