প্রেস এজেন্সি ডেস্ক: মালদহের কালিয়াচকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। তারা প্রত্যেকেই সিভিক ভলেন্টিয়ার। এদিন ভোরে পুলিশি অভিযানে বেরোয় ওই সিভিক ভলান্টিয়ারের টিম। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। তাঁদের কলকাতায় রেফার করা হয়েছে। ঘটনায় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মহলে শোকের ছায়া নেমে এসেছে। ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে কালিয়াচকের জাললপুর এলাকায় পুলিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে । গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা মালদার একটি বেসরকারি নার্সিংহোম চলছে।
