প্রেস এজেন্সি ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে চড়া দামে আলুর বীজ কিনে চাষাবাদ করছেন কৃষকরা। কিন্তু আলু তোলার সময়ে আলু মজুতের বন্ড পেয়ে বিক্ষোভ দেখালেন কৃষকেরা। ঘটনায় এদিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে মালদহের ভাবুক গ্রাম পঞ্চায়েতের চেঁচু মোড় এলাকা। এলাকার একটি হিমঘরের সামনেই এদিন প্রায় দু হাজারের বেশি কৃষক জমায়েত করে বিক্ষোভ দেখান। ঘটনায় এলাকায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। কৃষকরা জমায়েত করে এদিন জাতীয় সড়ক অবরোধ করে। তাতে যান চলাচল ব্যাহত হয়। কৃষকদের বক্তব্য, আলুর বীজ সংরক্ষণের জন্য তাদের বন্ড দিতে হবে। বেশ কিছুদিন ধরে কৃষকরা বন্যার জন্য হাপিত্যেশ করলেও তাঁরা বন্ড পাচ্ছেন না। যে কারণে এদিন বিক্ষোভ দেখান। ভোটের মুখে এই বিক্ষোভের কারণে এলাকায় বাড়তি উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও হিমঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।
