প্রেস এজেন্সি ডেস্ক: রবিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকান্ডে চন্ডি হালদার নামে এক ব্যাক্তির বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের আইহো সোনামনি তলা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অগ্নিকাণ্ডের জেরে এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও শেষ পর্যন্ত অনেকটাই আগুন নিয়ন্ত্রণ করার পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। পরে দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রন করে নেন। ঘটনায় ওই মহিলার টিনের বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শর্টসার্কিট থেকে আগুন ছড়াতে পারে। ওই ব্যাক্তর স্ত্রী জানিয়েছেন, বাড়িতে কেউ ছিলেন না। কিভাবে আগুন লাগলো তাদের জানা নেই। তবে অগ্নিকাণ্ডের জেরে ওই ব্যাক্তির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য অমৃত হালদার বলেন, ব্যাক্তির বাড়ির সমস্ত আসবাবপত্র ছাই হয়ে গিয়েছে। আমরা তার পাশে দাঁড়াব।
