মালদহ নিউজ ডেস্ক: মালদহ: লকডাউনের জেরে পুলিশের চোখে ধুলো দিতে ইমার্জেন্সি মেডিসিন সার্ভিস স্টিকার লাগিয়ে ফেন্সিডিল সহ মাদক পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে মালদহের মোথাবাড়িতে। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। এদিন সকালে মোথাবাড়ির সদর এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মাদক ও ঘুমের ওষুধ বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এজন্য পাচারকারীরা দামি গাড়ি ব্যবহার করে ।মোথাবাড়ির পুলিস জানিয়েছে, ইমার্জেন্সি সার্ভিস স্টিকার লাগানো ওই গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৪০০ কাফ সিরাপের শিশি ও তিন হাজার ঘুমের ওষুধ।
গাড়িটি আটক করে ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । লকডাউন চলাকালীন মালদহের বিভিন্ন প্রান্তে মাদক পাচার করছে পাচারকারীরা । এর আগে হবিবপুরে নাকা চেকিং চলাকালীন অ্যাম্বুলেন্স থেকে বিলেতি মদ বাজেয়াপ্ত হয়। কয়েকদিনে একাধিক পাচারের ঘটনায় কৌশল পাল্টেছে পাচারকারীরা। যদিও এবার ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার নামে এ ধরনের ঘটনা পুলিশের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। জেলার পুলিশ কর্তারা বলেন, লকডাউনে চারিদিকে পুলিশের সতর্ক দৃষ্টি রয়েছে। —– প্রেস এজেন্সি ।