মালদহ নিউজ ডেস্ক: লকডাউনে জামায়াত তুলতে গিয়ে মালদহের চাচলে থানার আইসি সহ পুলিশের উপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে । চাচলের সিহিপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। হামলাকারীরা লাঠি, কাস্তে, পাঞ্জা নিয়ে পুলিশের উপর হামলা করে । দুষ্কৃতীরা পদস্থ পুলিশ কর্তাদের দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা করে বলে অভিযোগ। এনিয়ে এক প্রকার পুলিশের সাথে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। ঘটনায় পুলিশ এক দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে । ধৃতের কাছ থেকে হামলার সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম সুনীল সেখ । বাড়ির চাচল এলাকাতেই । চাচল ব্লক সদর থেকে একটি কর্মসূচি সেরে থানার আইসি সহ পুলিশের একটি দল বেআইনিভাবে জমায়েতের খবর পেয়ে নওগাছিয়া সিসিপুরে অভিযান করেন । সে সময় এলাকাবাসীদের একাংশ পালিয়ে যায় ।

যদিও অভিযান চলাকলীন পুলিশের সংখ্যা কম থাকায় ফিরে এসে পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। অতর্কিত হামলায় আইসি সহ পুলিশকর্তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। সে সুযোগে দুষ্কৃতীরা পুলিশকে পিছু হটতে বাধ্য করে। হামলাকারীদের একাংশ পুলিশ কর্তাদের আটকে রেখে টানাহেঁচড়া করতে শুরু করে । খবর পেয়ে চাচল থানার বিশাল পুলিশবাহিনী এলে একজন ধরা পড়ে যায়।বাকি হামলাকারীরা পালিয়ে যায় । এদিন ধৃতকে চাচল আদালতে তুলে পুলিশ। চাচল মহকামার পদস্থ পুলিশ কর্তারা বলেন,জমায়েত তুলতে গিয়ে পুলিশের উপর হামলা হয়েছে। ঘটনায় সশস্ত্র এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। —– প্রেস এজেন্সি ।