মালদহ নিউজ ডেস্ক: সোমবার সাতসকালে মালদহের চাঁচলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ভেবা গ্রামে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আনসার আলী (৩৫)। বাড়ি ওই গ্রামে। বাড়ি থেকে দুই কিলোমিটার দূরত্বে চাষের জমি থেকে ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। দুষ্কৃতীরা রাতেই নিশংস ভাবে তাকে খুন করে বলে অনুমান। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, ওই যুবককে নিশংস ভাবে খুন করা হয়েছে । পেশায় চা বিক্রেতা আনসার কৃষি কাজের সাথেও যুক্ত ছিলেন।

বাড়ির অদূরেই তিনি দুটি মিনি সাবমারসিবল পাম্প বসিয়ে জলসেচ করতেন। রবিবার রাতে তিনি জমিতে জল দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে তিনি বাড়ি ফেরেননি বলে জানা গিয়েছে। কাকভোরে এলাকার বাসিন্দারা পটলের জমিতে কাজের উদ্দেশ্যে গেলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তখন এই ঘটনা প্রকাশ্যে আসে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান এধরনের ঘটনার পিছনে কোনও আর্থিক লেনদেন বা মহিলা ঘটক গঠিত সম্পর্ক থাকতে পারে। মৃতের পরিজনেরা জানিয়েছেন, ওই যুবকের সাথে এলাকার কারোর শত্রুতা ছিল না। শান্ত স্বভাব নিয়ে এলাকায় মেলামেশা করত। স্থানীয় প্রধান সাবিনা পারভীন জানিয়েছেন,একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। — প্রেস এজেন্সি।