প্রেস এজেন্সি ডেস্ক: পুরাতন মালদহ ব্লকের নিত্যানন্দপুর বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি গাড়ি ওই যুবককে ধাক্কা মেরে চলে যায়। ঘটনায় প্রতিবাদে এলাকাবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতর নাম বাবুল হোসেন। তাঁর বাড়ি নাগেশ্বর পুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দীর্ঘক্ষণ পথ অবরোধ চলে। এলাকায় ব্যাপক যানজট বাঁধে। পরে মালদহ থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে মালদহ থানার পুলিশ কর্তারা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় একজন জখম হয়েছে।
