
প্রেস এজেন্সি ডেস্ক: পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ঝিমুলি গ্রামে চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল বিজয় ঘোষ ওরফে মংলু এবং সৌমেন রায় ওরফে সঞ্জয়। তাঁদের বাড়ি ঝিমুলি এলাকাতেই। ওই অভিযুক্তরা ফেরার ছিল ঘটনার প্রায় নয় দিনের মাথায় তদন্ত চালিয়ে বুধবার সকালে পুলিশের এই সাফল্য এসেছে। স্বাভাবিকভাবেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন পুলিশকর্তারা। প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর সকালে হুসেন আলী নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল । অনুমান করা হচ্ছিল তাঁকে পিটিয়ে খুন করা হয়ে থাকতে পারে। এনিয়ে এলাকায় বিক্ষোভ অবরোধ হয়। ঘটনার পরেই পুলিশের কর্তারা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। অবশেষে ঘটনার তদন্তে চালিয়ে দুই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন ধৃতদের প্রত্যেকেই মালদহ জেলা আদালতে তোলে পুলিশ। এ বিষয়ে মালদহ থানার পুলিশ কর্তারা জানিয়েছেন, ধৃতদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হবে।
