প্রেস এজেন্সি ডেস্ক: নেশা করে স্ত্রীর ওপর নির্যাতন করতেন স্বামী। এ নিয়ে পরিবারে অশান্তি কলহ লেগে থাকত। অগত্যাই স্বামীকে জেলে না পুরে হোমে পাঠালেন মালদহের এক মহিলা। ঘটনায় শোরগোল পড়েছে জেলাজুড়ে। পুরাতন মালদহের চালিশাপাড়ার এক মহিলা এই কাণ্ড ঘটিয়েছেন। তিনি সরাসরি আবেদনের মাধ্যমে স্বামীকে হোমে পাঠাবার আবেদন জানান। তবে ওই মহিলার আবেদন মঞ্জুর করেছে মালদহ থানার পুলিশ। ওই মহিলার স্বামীর নাম রসুল শেখ। তিনি সম্প্রতি নেশা করতেন। মাদক আসক্তি হয়ে ওঠায় সংসারে টাকা পয়সা দিতেন না। এ নিয়ে অভাব অনটনের চলত তার পরিবার। এর পরেই স্বামীর নেশা ছাড়াবার জন্য পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। মালদহ থানার পুলিশ কর্তারা বলেন, পুলিশ পরিচালিত হোমে তাকে রেখে দেওয়া হয়েছে। তাঁর স্বভাবের পরিবর্তন করে আবার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

