
প্রেস এজেন্সি ডেস্ক: মালদহের গাজোলের গোলঘর ছিটকা মহলে স্টার্চ কারখানা থেকে দূষিত জল, বাতাস বেরিয়ে যাওয়ায় প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এদিন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। সাতসকালে অবরোধে এলাকায় ব্যাপক ভোগান্তি পোহান নিত্যযাত্রীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা। বাসিন্দা মহলের অভিযোগ, স্টার্চ কারখানা থেকে প্রতিনিয়ত দূষিত জল ধোঁয়া নির্গত হচ্ছে। অবৈজ্ঞানিকভাবে তারা প্ল্যান্ট চালানোই দূষণের মাত্রা বেড়ে গিয়েছে। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে তাঁরা এদিন পথ অবরোধে নামেন বলে তাদের দাবি। এ বিষয়ে বাসিন্দারা বলেন, গ্রামের পরিবেশ বাঁচাতে আন্দোলন করেছি। যেভাবে এলাকায় দূষণ ছড়াচ্ছে তাতে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। আমরা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনে নামা হবে।
