
প্রেস এজেন্সি ডেস্ক: শনিবার বিকেলে পুরাতন মালদহের ডিস্কো মোড় বাইপাসে দুষ্কৃতীদের খপ্পর থেকে বাঁচতে প্রাইভেট গাড়ি থেকে মরণ ঝাঁপ দিলেন এক ব্যক্তি। ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনুমান করা হচ্ছে লেনদেন সংক্রান্ত কারণে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতে পারে। দুষ্কৃতীদের খপ্পর থেকে বাঁচতেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় ওই ব্যক্তি। যদিও এনিয়ে থানায় কোনো অভিযোগ না দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে পুলিশ কর্তারা মুখ খুলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতের ব্যক্তির বাড়ি মহদিপুর এলাকায় । এ বিষয়ে পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।