মালদহ নিউজ ডেস্ক : কাউন্সিলরের অফিসে ঢুকে সশস্ত্র হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদহ শহরে । শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদীর উপরে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই হামলা হয়। মোটর বাইকে এসে দুষ্কৃতীরা অফিসে ঢুকে কাউন্সিলর কে বন্দুক ঠেকিয়ে পণবন্দি করে বলে অভিযোগ । এনিয়ে প্রতিবাদ করলে কাউন্সিলরকে বেধড়ক মারধর করা হয় । সেসময় দুষ্কৃতীরা কাউন্সিলরের পকেটে থাকা ২৩০০ টাকা ছিনতাই করে । বিষয়টি জানাজানি হতেই এলাকাবাসী ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ । লকডাউনের সুযোগে এধরনের হামলার ঘটনায় ওই বর্ষীয়ান তৃণমূল কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদী অসুস্থ হয়ে পড়েছেন। রাতেই তিনি দুই দুষ্কৃতী কে চিহ্নিত করে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । রাতে অতর্কিত দলীয় কার্যালয়ে ঢুকে কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় অন্যান্য কাউন্সিলর মহলে আতঙ্ক তৈরি হয়েছে । অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ।
এবিষয়ে বর্ষীয়ান তৃণমূলের কাউন্সিলর বশিষ্ট ত্রিবেদী বলেন, এলাকার বাসিন্দা অসুস্থ হয়ে পড়ায় রাতে দলীয় কার্যালয়ে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করছিলাম। সেসময় দুষ্কৃতীরা মোটর বাইক এসে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে। টাকা ছিনতাই করার সময় এলাকাবাসীরা ধাওয়া করলে পালিয়ে যায় । রাতেই মালদহ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । এলাকাবাসীরা ছুটে না আসলে আমাকে খুন করে দিত । মালদহ থানার পুলিশের বক্তব্য, কাউন্সিলরের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরে প্রভাবশালী নেতাদের মদতে দুষ্কৃতীরা সক্রিয় রয়েছে । তারা বিভিন্ন সিন্ডিকেটের সাথে জড়িত । তবে এই হামলার পিছনে কোনও সিন্ডিকেট রাজ রয়েছে কিনা সে বিষয়টিও তদন্ত সাপেক্ষ রয়েছে ।যদিও পুলিশ কর্তারা সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছেন । —— প্রেস এজেন্সি ।