
প্রেস এজেন্সি ডেস্ক: মালদহের মানিকচক ব্লকের কড়িয়া সুলতানপুরে জালিয়াতি করে আরএসপি পার্টি অফিস বিক্রি হয়ে যাওয়ার কয়েকদিন পর আইনি লড়াইয়ে অবশেষে পার্টি অফিস ফেরত পেল আরএসপি । আরএসপি নেতৃত্ব পার্টি অফিসের তালা ভেঙ্গে পোস্টার, ব্যানার লাগিয়ে দখল নিয়েছে। ঘটনায় তারা নৈতিক জয় বলে মনে করেছেন। স্থানীয় এক ব্যক্তি জালিয়াতি করে পার্টি অফিসটি বিক্রি করে দিয়েছিলেন বলে অভিযোগ । এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল মানিকচক থানায়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে পার্টি অফিসটি উদ্ধার করতে পারে আরএসপি নেতৃত্ব। ঘটনায় তারা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে জেলা আরএসপির সম্পাদক সর্বানন্দ পান্ডে বলেন, আরএসপির বেদখল হয়ে যাওয়া পার্টি অফিস আমরা পুনরায় উদ্ধার করেছি। এতে প্রশাসন পূর্ণ সহযোগিতা করেছে।
