
প্রেস এজেন্সি ডেস্ক: বৃহস্পতিবার পুরাতন মালদহের হাতি ডুবিতে জমি বিবাদে সংঘর্ষ ঘিরে পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দাশু মণ্ডল নামে ওই তৃণমূল নেতা বর্গাদারদের মারধর করেছেন বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। বর্তমানে ওই প্রভাবশালী নেতার পুত্রবধূ পঞ্চায়েতের উপপ্রধানের দায়িত্বে রয়েছেন। স্বাভাবিকভাবেই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে। প্রভাব খাটিয়ে দলবল নিয়ে হামলা করা হয়। ঘটনায় এদিন ভোরে রণক্ষেত্রের চেহারা নেয় হাতি ডুবি এলাকা । যদিও তৃণমূল নেতার বক্তব্য, তাঁর জমি জোর করে অন্য কেউ চাষ করে ফেলাই ছোট গন্ডগোল হয়। তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন। পাল্টা বর্গাদারদের বিরুদ্ধে তাঁর স্ত্রীর হাত ছিনতাইসহ হুমকির অভিযোগ তোলেন। এ নিয়ে তিনিও অভিযোগ করবেন বলে জানান। এ বিষয়ে মালদহ থানার পুলিশ জানিয়েছে, এটি জমি বিবাদের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
