মালদহ নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাওয়ার আড়ালে অবৈধ মদ পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে ।শুক্রবার সাতসকালে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে ।মালদহের হবিবপুর ব্লকের আইহো নাকা চেক পয়েন্টে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে এম্বুলেন্স থেকে বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করে। ঘটনায় তিন পাচারকারী কে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা মালদহের ইংরেজবাজার শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পাকুয়াহাট থেকে মালদহ – নালাগোলা রাজ্য সড়ক দিয়ে এম্বুলেন্সে পিছনে মদ বোঝাই করে পাচার হচ্ছিল । তারমধ্যে পাচারকারীরা রোগী সেজে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে ।

চেক পয়েন্টে কর্তব্যরত পুলিশ অফিসারদের সন্দেহ হলে এম্বুলেন্সের পিছনের গেট খুললেই মদের পেটি থোক লাগানো দেখতে পায় পুলিশ । তারপরেই মদ সহ এম্বুলেন্স বাজেয়াপ্ত করে পাচারকারীদের গ্রেপ্তার করা হয় । প্রাথমিকভাবে পুলিশের ধারণা মদের দোকান বন্ধ থাকায় অবৈধভাবে সেগুলি বিক্রি করার পরিকল্পনা ছিল । সে উদ্দেশ্যেই অ্যাম্বুলেন্স কে হাতিয়ার করেছে পাচারকারীরা । বাজেয়াপ্ত বিলেতি মদের বাজারমূল্য প্রায় কয়েক হাজার টাকা । এ বিষয়ে হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । _ প্রেস এজেন্সি ।