
প্রেস এজেন্সি ডেস্ক: পারিবারিক অশান্তি গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু এবং ঘটনা ঘিরে সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়েছেন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল ব্লকের শাহাজাদপুর গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর না সায়েবা খাতুন । তার একটি শিশু রয়েছে। পারিবারিক অশান্তিতে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয় বলে শ্বশুরবাড়ির লোকের দাবি। যদিও এমনই দাবি নাকচ করে দেয় মৃতের পরিবার। মৃতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পরে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে তীব্র বাদানুবাদ বেঁধে গেলে দুই পক্ষে সংঘর্ষ হয়। তাতে গৃহবধূর শ্বশুর সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনায় এলাকা রণক্ষেত্র চেহারা নিলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। গাজোল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ এলে খতিয়ে দেখা হবে। মৃতদেহ ময়নাতদন্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
